প্রিয়তমেষু,
তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম
বিশ্বাস করো সেদিন থেকে আমি
রেস্তোরাঁর মুরগির মতো
প্রেমের আগুনে দগ্ধ হই
চোখে, মুখে, বুকে, পাঁজরে
দাউদাউ করে জ্বলছে আগুন  
পোড়া গন্ধে স্তব্ধ গোটা শহর  
হাউমাউ করে কাঁদছি আমি
সে আগুন কি তুমি দেখতে পাও?
প্রিয়তমেষু, যদি দেখেই থাকো সে আগুন
তবে আমায়, প্রেম দাও!


প্রিয়তমেষু,
তোমাকে ভালোবেসে আমি সিক্ত
আবেগ তুলে রাখি বুকের ভিতরে
হাজারো কল্পনায় পূর্ণ করি মগজ
বপন করি শিরায় ভালোবাসার বীজ
সকাল বিকেল পানি ঢালি
স্বপ্ন দেখি গজাবে কাঙ্খিত  
ভালোবাসার ছোট্ট চারা
তুমি কি বেলকোনিতে
ভালোবাসার চারা দেখতে পাও?
যদি দেখেই থাকো
ভালোবাসার চারা
প্রিয়তমেষু, তবে আমায়, প্রেম দাও!

প্রিয়তমেষু,
তোমার মিষ্টি হাসি, কালো চুল
রক্তিম শরীর, লাজুক জোরা চোখ
কালো কালো তিল, গোলাপী ঠোট
মুক্তার মতো দাঁত, কামুক চাহনি দেখে
আমি ঘনঘন নিঃশাস ফেলি
লাজ-শরমের মাথা খেয়ে
স্বপ্নের ঘরে তোমায় জড়িয়ে ধরি
প্রেমে পরি নির্লজ্জের মতো
বুকে টেনে নেই বারবার
তুমি কি আমার পাগলামি দেখতে পাও?
প্রিয়তমেষু, যদি পাগলামি দেখেই থাকো
তবে আমায়, প্রেম দাও!

প্রিয়তমেষু,
আমার সোনালী স্বপ্নের প্রথম যৌবনে
তুমি ছিলে উৎসুক কল্পনা
ঘুমালে শুনতে পাই তোমার কণ্ঠস্বর
যে কণ্ঠস্বর যাদুমিশ্রিত অমৃত
তোমাকে দেখি প্রকৃতির ছায়ায়
দেখি আকাশে, মাটিতে, পাহাড়ে ঝর্নাধারায়
আমার মতো করে কি তুমিও
আমাকে  যেখানে সেখানে দেখতে পাও?
প্রিয়তমেষু, যদি আমায় দেখেই থাকো
তবে আমায়, প্রেম দাও!