আমাদের জীবন এক একটা উপন্যাস
কারো উপন্যাস উদাস দুপুর!
কারো উপন্যাস বিরক্ত বিকেল!
কারো উপন্যাস প্রেয়সীর অসীম প্রেম!
কারো উপন্যাস রাতের নিখোঁজ ঘুম।
কারো উপন্যাস রুক্ষ-তিক্ত ভালবাসা
কারো উপন্যাস একতরফা চাওয়া!
কারো উপন্যাস শত বাঁধাতে এক হওয়া!
কারো উপন্যাস শ্রদ্ধা স্নেহমাখা খুনসুটি।


আমাদের জীবন এক একটা উপন্যাস!
কারো উপন্যাস একটু একটু করে বদলায়
কারো উপন্যাস ভেঙেচুরে আবার জোরা লয়!
কারো উপন্যাস ঘুরতে ঘুরতে নিস্তেজ হয়; ক্লান্ত হয়!
কারো উপন্যাস লেখক না পেয়ে অদৃশ্য হয়ে যায়!
কারো উপন্যাস প্রখর চোখ ফাঁকি দেয়!
কারো উপন্যাস মৃত্যুর স্বাদ আস্বাদন করে!
কারো উপন্যাস হৃদস্পন্দন থামিয়ে দেয়!
কারো উপন্যাস চোখের পলকে লুকিয়ে যায়।


আমাদের জীবন এক একটা উপন্যাস!
কারো উপন্যাস লম্বা দীর্ঘশ্বাস উপহার দেয়!
চারদিকে শত শত উপন্যাস ঘুরি হয়ে উড়ছে
কারো উপন্যাস নাটাই সুতো নিয়ন্ত্রণ থাকে!
কারো উপন্যাস সুতো ছিঁড়ে খোলা আকাশে;
ছুটে যায়।


আমাদের জীবন এক একটা উপন্যাস!
কারো উপন্যাস গলার মালায় আটকায়
কারো উপন্যাস প্রেম-ভালবাসায় ছাই হয়ে যায়!
কারো উপন্যাস পান্ডুলিপিতে বাঁধতে পারে!
কারো উপন্যাস হজারো চেষ্টা করে;
পান্ডুলিপিতে বাঁধতে পারেনা।


আমাদের জীবন এক একটা উপন্যাস!
উপন্যাস গুলো আমাদের সাথে থাকতে চায়!
উপন্যাস গুলো আমাদের সাথে বাঁচতে চায়!
উপন্যাস গুলো আমাদের সাথে হাসতে চায়।
ছোট বড় উপন্যাস গুলো কোনঠাসা হতে হতে;
কোন একদিন কষ্টে পদদলিত হয়।


আমাদের জীবন এক একটা উপন্যাস!
আমাদের জীবন এক একটা গল্প!
আমাদের জীবন এক একটা কাব্য।
কি নিষ্ঠুর আমরা! কি বর্বর আমরা!
আমরা নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে,
আপনজনের স্বার্থে, পাড়াপ্রতিবেশির স্বার্থে;
একদম পাগলের মতো, খামখেয়ালি ভাবে,
আমাদেরজীবনের উপন্যাস গুলো;
একটা একটা করে গলাটিপে হত্যা করি।