কালি ভরা এই জীবন
মর্গের চরাচরে
বন্দি হয়ে ধুঁকছে বিশ্বাস
মিথ্যার বিশাল কুঠরে।
সাঁতার না জানা প্রেমেরা
ডুবছে জলে
ভালবাসারা ডুবছে স্থলে,
হৃদয় অতলে,
দীপ্তিহীন, তেজহীন মন ডুবছে,
বিশ্বাস ঝিমুচ্ছে পড়ন্ত বিকেলে।
আমি ঠিক বুঝেও সব, বুঝিনি
তবুও কেউ কারও হাত ছাড়েনি
তবুও কেউ কারও স্মৃতি ভুলেনি।


দাবানলে জ্বলন্ত মায়ারা
আজ যেন দিশেহারা
জীবন রক্ষায় প্রেমিক
প্রেমিকা দিগভ্রান্ত,
যাতনার ধাওয়ায় মানুষ,
ছুটছে দিগ্বিদিক
সারল্য কামনেচ্ছু হাত-
গুলো ভ্রান্ত পথিক
তবুও চলেছে, চলছে,
চলবে পরষ্পরা।
কেউ প্রেমিক, কেউ প্রেমিকা,
কেউ গৃহিণী।
তবুও ওরা কেউ কারও হাত ছাড়েনি
তবুও কেউ কারও স্মৃতি ভুলেনি।


নিরাময়হীন ক্যান্সারে
আক্রান্ত ভালবাসারা
পীড়িত উদ্ভ্রান্ত ধরাকে
আঁকড়ে ধরে কাঁদে
চোখে মুখে নেই
কোন উপায়ান্তর
প্রেম বিহীন সম্পর্ক
ভাসে সমুদ্রে
কখনও তাড়ায় ঢেউ
কখনও তাড়ায় বায়ু,
সময় চলছে সন্দিহান
কখন যেন থেমে যায় আয়ু।
মৃত্যু ডাকছে আমি শুনেও, শুনেনি।
তবুও ওরা কেউ কারও হাত ছাড়েনি
তবুও কেউ কারও স্মৃতি ভুলেনি।


সদ্যোজাত প্রেমের
নিষ্পাপ চাহনি
প্রতিজন্মে আশা জাগায়
নানান কাহিনী।  
বাসনায় বুক বেঁধে
হাসছে মানুষ,
হাসছে ভালবাসা
দুলছে মন, সকলে নিষ্কলুষ
হারতে হারতে জিতে যায় সবাই
ওরা কেউ হারেনি।
তবুও ওরা কেউ কারও হাত ছাড়েনি
তবুও কেউ কারও স্মৃতি ভুলেনি।