(সনেট কবিতা)


মোর গাঁয়ে আছে ওগো,    অর্ক কাঁশফুল
বলাকা উড়ে বেড়ায়         হৃদে দিয়ে দোল
এসে যদি তুমি মোর        স্বর্ণ গা দেখিতে
কুহকী ছবি আঁকিতে,        মাশুক তুলিতে
আঁখি খোল একবার,        দেখো কাঁশবন
চারু মাখা লাজে ঢাকা,      রয়েছে গোপন
হেরো যদি একবার,         ভুলিবেনা তুমি
সে যে মোর কাঁচা হিরে,    প্রিয় জন্মভূমি

আজি মোর অভিলাষ,      নীল চরে এসো
হৃদ খোলে ঘাস ফুলে,     নিশী বেলা বসো
ভোরে যেথা সমীরণ,       রহে উডু উডু
কাঁশবন দেবে ওগো,       প্রতীভার গুরু
হে খোদা বলি যে সধা,    বাঁচি যত দিন
নীলচরে যেনো মরে,       রহি আমি ঋন ।
fb: sonnetsanto@gmail.com