কি উন্মাদ তুমি !
ব্যথা দিয়ে কৌশলে বল ,
দেখি দেখি ব্যথা পেয়েছ ?
চুপিচুপি কাঁদিয়ে বল,
এই তুমি কাঁদছও কেন?
কথার ফাঁকে হাসিয়ে বল,
অহেতুক হাসছ কেন?


কি উন্মাদ তুমি!
আদর করে কাছে টেনে বল,
একদম কাছে এসো না,
নিজেই নানান প্রশ্ন করে বল,
আমার সাথে কথা বলবে না,
হাসতে হাসতে আমায় বল,
ছিঃ কি বিশ্রী তুমি,
কাঁদতে কাঁদতে বল,
অনেক সুখি নাকি আমি!
নিজেই পাশে বসে বল,
দূরে যাও কাছে আসবেনা!
আমার হাত ছুঁয়ে বল,
তুমি বদলে গেছো এসব কি?
আমি লজ্জায় ছেড়ে দিলে বল,
আমি নাকি ভীতূর ডিম।


কি উন্মাদ তুমি !
নিজ হাতে ঘড়ি থাকলেও বল,
দেখত এখন কয়টা বাজে?
তাজা ফুলে নাক শুঁকে বল,
এই ফুল গুলো একদমই ভাল না,
আমার কাঁধে কাঁধ রেখে বল,
তুমি একদমই ভাল না,
ঘুম ঘুম চোখে বল,
তোমার নাকি আজকাল;
একদমই ঘুম আসে না!
চোখে চোখ রেখে বল,
আমার চোখ ভালনা।


কি উন্মাদ তুমি !
অদ্ভুদ হয়ে তাকিয়ে থাকি,
আমি কিছুই বলি না !
চোখে চোখ রেখে ভাবি
কি উন্মাদ তুমি !
কি অদ্ভুদ তুমি !
কি সাইকো তুমি!
আমি কিছুই বলি না,
বারবার চুপ হয়ে যাই
তোমার কানে কানে
শিশিরের শব্দের মত
ফিসফিস করে বলি;
ভালবাসি! ভালবাসি!
তবুও তোমায় ভালোবাসি।