তুমি, সুন্দর বলে তোমার সাথে, বাঁচতে চাই-
তোমার সাথে জনম জনম গা ঘেঁষে, হাটতে চাই-
তোমার সাথে এক পসলা বৃষ্টিতে ভিজতে চাই-
আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষকে দেখতে চাই-
বলো এটা কি আমার অপরাধ?


সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টিকে কে না দেখতে চায়?
তোমার মতো অপরূপ মানুষকে কে না দেখতে চায়?
আমি চাই তোমায়; দেখে দেখে এক সাগরেই-
এক জনম আত্মহুতি দিতে!
বিনিময়ে আমার কোন কিছুর চাওয়ার নেই-
তাইতো একটা বোকাপাখি হয়ে বসে থাকি!
তুমি সুন্দর তাই চেয়ে থাকি!
বলো এটা কি আমার অপরাধ?


তুমি আমার নীল আকাশ রয়েছো চাঁদ হয়ে,
তুমি, চুপচাপ, জলের মতো ঠান্ডা,
তুমি নিরুত্তর, তুমি, শুনশান-
একটা উওর আমার অপেক্ষার মোড় ঘুরে দিবে বলে-
ধৈর্য ধারণ করে তোমার মনের পিছন পিছন ঘুরি!
ভালোবাসা না পেয়ে আমি হয়েছি জীবন্ত মৃত্যুর বেদনা!
তুমি আসবে আসবে বলে আজও দূরপথে চেয়ে থাকি-
বলো এটা কি আমার অপরাধ?


প্রতিদিন তোমায়; একবার হলেও দেখতে চাই
কলিজা টা ছিড়ে, তোমার হাতে দিয়ে দেখাতে চাই-
তোমার জন্য কলিজায় কিভাবে কম্পন হয়!
হয়তো কখনো জানতেই পাবেনা আমার ভালোবাসা-
তোমার মন সাগরে গা ভাসিয়ে; সত্য কিছু আশা নিয়ে- পরে থাকে পৃথিবীর এককোণে!
তোমার সমস্ত পৃথিবী জুড়ে, তোমার চারদিক।
আমি এক বোকাপাখি বসে থাকি তোমার অপেক্ষায়।
বলে এটা কি আমার অপরাধ?


তোমাকে ছাড়া বাঁচবো না আমি সে কথা বলবো না,
তবে আমি বাঁচবো, যেভাবে অপূর্ব! পাহাড় -সমুদ্র উদার অসীম-অনন্তের বার্তা নিয়ে বেঁচে থাকে!
আমি জানি বাঁচতে আমার ভীষন কষ্ট হবে!
তবুও আমি বাঁচবো নিজের জন্য এবং তোমার জন্য,
আমি মরে গেলে তুমিও ভীষণ কষ্ট পাবে,
আমি জানি সত্যি কষ্ট পাবে!
এতো শত ভাবনা আমাকে ভাবায়।
বলো এটা কি আমার অপরাধ?