এতকিছুর পরেও চোখর জল মুছে নেই ভোরে
চোখে ঝাপসা দেখি কারণ, এই শহর জুড়ে-
মিথ্যেকথার ঘুড়ি ওড়ে!
যেদিন তুমি এসে দাঁড়াবে আমার পাশে,
পৃথিবীর চোখ পাবে টের, এ-ই সেই মানুষ আমি-
আমার রয়েছে মায়াবনো বিহারিণী হরিণী চোখ;
যে চোখে এক মুঠো রোদ্দুর, বাকি সব স্মৃতি।


আমার এ চোখ যে দেখেনি,
আমার এ চোখ যে দেখেও না দেখার অভিনয় করেছে-
কিভাবে বুঝবে সে,
আমার এ চোখে লুকিয়ে আছে-
শান্ত রহস্যাধিক জলের কিস্তি,
যে আমার চোখের ভাষা বুঝবে,
সে আমার তবে ঝড়ের ক্লান্তি।


হয়তো একদিন আমার চোখের ভাষা,
আমার চোখের কথা, চোখের ইশারা,  
আমার প্রানের কথা, হৃদয়ের কথা
জনে জনে জেনে যাবে-
এই বোকা শহরে,
আমি সেদিন লিখে দিবো সিগারেটের মোড়কে,
মিথ্যে আশ্বাস ধুমপানের কারণ,
হারানোর বেদনায় মনে ক্যান্সারের কারণ।


এই শহরে মৃত মানুষের পাশে জীবিত মানুষেরা হাটে-
হেরে যাওয়া মানুষের পাশে কেউ হাটে না,
হেরে যাওয়া মানে যদি মরে যাওয়া হতো-
তবে কতই না ভালোই হতো
অন্তত আশেপাশে কিছু মানুষ পাওয়া যেতো
শেষ মূহুর্তে আপন আপন মুখ গুলো-
আমাকে দেখার জন্য উপচে পড়তো।