তোমার হাতের স্পর্শ পেলেই
আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়,
আমি সুস্থ হয়ে উঠি অচিরেই;
এখন তুমি নিশ্চয়ই বলবে
আপনারে কি জ্বীনে কাতুকুতু দেয়?
না  জ্বীনে কাতুকুতু দেয়না
তোমার হৃদয় কাতুকুতু দেয়।
এরকম শত শত মুখস্থ বিদ্যার
ঢাল তলোয়ার দিয়ে বিধস্ত করি,
হাজার হাজার বোকাসোকা হৃদয়।


মানুষগুলো উড়ে এসে জুড়ে বসে
আবার জুড়ে বসে উড়ে চলেযায়,
তাই হয়তো অভিমান করে অনেকেই;
যত কাছে চায়, ততই এড়িয়ে যায়।
ভালবাসায় যত দূরুত্ব বাড়ে
ততোই যেন গভীরতা পায়,
আমার বেলায় তাই;
তোমার বেলায়ও কি তাই?
এরকম শত শত মুখস্থ কথা বলে
ছিন্ন ভিন্ন করে চলেছে হাজার হাজার
নর নারীর মন, হৃদয় বিশ্বাস।


প্রেমের মিথ্যে অভিনয় করে
একটা সময় একে ওপরের কাছে আসে,
দিনে দিনে যত কাছে আসে, পাশে বসে;
হাত ছুঁয়ে বুক ছু্য়ে একে ওপরের
কতদিন যে তাদের খবর নেই।
দিন যায় ঝামেলা বাড়ে
এত আবেগ, এত অভিমান,
সত্যি যেন আটকে দেয়;
মায়ার মোহনজালে
মায়ার বাঁধনে, দুমড়ে মুচড়ে যায়।


মানুষের জীবনে, মানুষের মন
অতীতে ঘটে যাওয়া নানান স্মৃতি,
একে ওপরের মুখ থেকে ভেসে আসা;
প্রতিটি শব্দ মালা কতটা বিশ্রী।
আপনিও প্রেমে পড়লে বলবেন
ভালোবাসার গোষ্ঠী.. কিলাই,
ভালবাসার কাথা সেলাই;
এসব গল্প কল্পনাতেই ঠিক
প্রেম বড় কঠিন জিনিস
আপনিও বলবেন প্রেম বলে কিছু নেই
বাস্তবে আছে শুধু খেলাধুলা।