একজোড়া নীল চুড়ি কুড়িয়ে পেয়েছি!
নীল রঙের চুড়ি, কাঁচের চুড়ি!
নীল পছন্দ করা বালিকা হয়তো
ভালবাসা নিয়েই কিনেছিল!
যেহেতু কুড়িয়ে পেয়েছি;
কোন এক নীল পরীর দেখা পেলেই
তার মনে করে তাকে দিয়ে দেবো।


কিন্তু কুড়িয়ে পাওয়া চুড়ি কিভাবে দেবো
তোমরা সব সময় ভুল মানুষের কড়া নাড়ো
যা চেয়েছিলে তারচেয়ে বেশি হারিয়েছো!
সমৃদ্ধ-প্রাপ্তি বলে যে কিছুই নেই!
একদিন চিরতরে মরে যেতে হবে!
মৃত্যু যে খুব কাছে থিকা
আঙ্গুল দিয়ে ছুয়ে দেখা যায়!
তোমরা মাথা মোটা এসব বুঝতে চাওনা।


নীল পরী দুঃখে কতো রাত যে ঘুমায়নি,
সেই হিসাব জমা আছে জীবনের কাছে।
তোমাদের চেহারায় শরৎ য়ের আকাশ..!
সময়েরা প্রিয়স্বরে তৃষ্ণায় টানে বড়!
প্রিয়তম/ প্রিয়তমারা ঘুমিয়ে পড়লে,
তোমাদের ক্লান্তিসব হবে জড়ো!


সুতোকাটা ঘুড়ি দেখেছো কখনো??
তোমরা সেই সুতোকাটা ঘুড়ি.....
"কী করো?
এতোসব উত্তর দেবে কী ভেবে?
সময় তো নেই একট্টুখানি তোমাদের হাতে
উফ্ তাড়াতাড়ি করো।
তোমাদের যতসামান্য ভুলের স্পর্শে
আপন না'টাই  ছেড়ে চলে যায় ঘুড়ি।
ঘুড়ি কখনো না'টাই ভালোবাসেনি!
তাই ঘুড়ি হবে অনাকাঙ্ক্ষিত কারো।