আমি যে এতো এতো ভালবাসি
শত-শত অনুভূতি ছুড়ে দেই স্মৃতিতে,
লক্ষ কোটি প্রেম নিয়ে;
রাত ভোর জেগে থাকি।
কোন'টাই কী তোমার কানে পৌছায় না?
কোনদিন-ই তোমার কাছে পৌছাবে না?


আমি যে  শত-শত কামনা করি
দু হাত তুলে মুনাজাত ধরি,
আমার প্রার্থনা গুলোর উত্তর আসে না;
কোনদিন হয়তো উত্তর আসবেও না।
আমার প্রার্থনা গুলো ভীষন কষ্টের
ভীষন দুঃখের, ভীষন একাকিত্বের।


তোমার ঠোঁটের কোণে রোদ্দুর হাসি
আমার ভীষণ ভালো লাগতো,
আমায় ভীষন কাছে টানতো;
ভালবাসতে সাহস জোগাতো।
ভয় ভীতি ছুঁতে পারতোনা আমায়
যদিও তোমায় ভালবাসার আগে,
আমি প্রচন্ড রকম ভীতু মানুষ ছিলাম;
সহজ সরল,তবে বুদ্ধিমান।


এই বিশাল প্রেমহীন শহরে
ভালো না থেকেও,
ভালো থাকার মিথ্যে অভিনয়;
ভালো করে শিখে গেছি।
তুমি ছাড়া, ভালবাসাবিহীন দেশে
বেঁচে থাকার চেয়ে,
মরে যাওয়া দেড়গুণ ভালো;
বেঁচে থাকাটা বড্ড বেশি অভিশপ্ত।