তুমি কালো চুলের মতো
পেকে গেলেও রয়ে যাও।


তুমি গাঢ় যোগাযোগের মতো
মান-অভিমানে থেকে যাও।


তুমি মাথার খুসকির মতো
শ্যাম্পু করলেও থেকে যাও।


তুমি পুকুরের কচুরিপানার মতো
ভাসমান জলে ভেসে যাও।


তুমি নীল শেওলার মতো
আমার হৃদয়ে লেপ্টে যাও।


তুমি কাগজের টাকার মতো
ওয়ালেটের চিপায় আটকে যাও।


তুমি চোট্ট শিশুর মতো
আমার ঠোঁটে চুমো খাও।


তুমি শিমুল তুলার মতো
আমার বালিশে থেকে যাও।