১.
আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার
আমরা যারা অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী
যখন তখন একে-তাকে ধরছি-ছাড়ছি
কথায় কথায় জগৎ-সংসার উদ্ধার করছি
সেই আমরাই আবার কাজের বেলায় নীরব!
সযত্নে গা-বাচিয়ে চলা আমাদের স্বভাব!


দেখেছি সেদিন বাসে
এক বোনকে অশালীন বিরক্ত হতে দেখেও
আমরা কেমন নীরব!


দেখেছি সেদিন রাস্তায়
এক ভাইকে ছিনতাই হয়ে যেতে দেখেও
আমরা গা-বাচিয়ে ফেলেছি!


আরে ওসব তো নিত্য-নৈমিত্তিক ঘটনা
কিছু বলতে গেলে পাছে মান চলে যাবে না?
আমরা হলাম সভ্য-যুগের সভ্য মানুষ ভাই
অসভ্যদের সঙ্গে লাগলে কি আমাদের মানায়!


২.
সওদাগর হোসেনের বাড়িতে চুরি হয়ে যায়
প্রতিবেশী মিশুক বাবু শক্ত করে ঘুমায়;


ওপাড়ার মেজবাহ ব্যটা ডিবি লটারি পেয়েছে
সিকান্দারের মাথায় হাত সর্বনাশ হয়ে গেছে;


গাড়ির জানালায় ভিক্ষুকটা ভিক্ষে নিতে আসে
ড্রাইভারকে ধমকে সাহেব কাচ উঠিয়ে বসে।