জনম জনম ধরে রাত্রিগুলো কেন শুধু কালো হয়
কেন দিনের মতো করে কথা বলে না ওই চাঁদ
বৈশাখি ঝড় এসে ভালোবাসা বেসে গেলে তবু
সাগরের ঢেউ বলো কেন মুছে দেবে পদচিহ্নগুলো?


আকাশের ওই চাঁদ জানে কত তারা নিভে গেল
তারপর ঝরে গেল অকালে! কেন মনের মাঝে
বাজে হাহাকার ধ্বনি? নিশিরাতে কার ডাক শুনি!
চিৎকার করে কেন বলতে পারি না-- ডেকো না!


সূর্য, তুমি ভালোবেসো না, ভালোবাসা বোঝো না!
নাহয় আঁধারের বুকে আমি খুঁজে নেবো ঠিকানা।