বাশঁ বাগানের পেচাঁনো কন্চির খোচাঁয়,
প্রতিনিয়ত রক্তাক্ত প্রবাহ!
আগাছা কেটে সাধু-সাবধান,
তাতেও বেশ উৎকণ্ঠা!
চাল নেই চুলো নেই, নিরুপায় পথিক
অতঃপর গর্জন সিংহের, তাই কি যায় মানা ?
মশাই বুঝলে না-তো, বলো না প্রাকৃতিক! এটা তারই দিশা!
মৃত্তিকার মুর্তিতে সাজেঁ সব মন্দির
পূজারীহিন মন্ডপের বিচার সমচিত।
কাটেঁ কাটুক, ছিড়ে যাক গায়ের চামড়া
একনিষ্ঠতায় থাকুক শুধু;
কলি যুগের অবতারের ধান্দা।
ঘটে ঘটুক, যত পারে ঘটুক রক্তপাত
তব স্ব-ভুবনে তোমারে প্রতিষ্ঠিত করেই দিবো স্লোগান-


-----------------------