আমি সরে যাব তোমার সান্নিধ্য থেকে,
সেই অদৃশ্য সীমানায়
যেখানে ভালোবেসেও আর আগুন জ্বলে না,
যেখানে আর নাম উচ্চারণ করলে হৃদয় কেঁপে ওঠে না।

যেখানে আর চেনা গন্ধ বাতাসে বিষের মতো মিশে যায় না,
যেখানে আর প্রতিটি নিশ্বাসে আগের স্মৃতির কাঁটারা বিদ্ধ করে না,
যেখানে আর ভালোবেসে ক্ষয় হয় না আত্মা,
যেখানে আর কষ্টের অমরাবৃত্তিতে হাঁটতে হয় না প্রতিনিয়ত।

সেই দূরত্বে আশ্রয় খুঁজব
যেখানে ভালো থাকা যায় ভালোবেসেও,
যেখানে আর আগলে রাখার আর্তনাদ থাকে না,
যেখানে আর ভালোবেসতে হয় না তবুও শান্ত থাকা যায়।

যেখানে আর অশ্রুর গভীরে ডুব দিতে হয় না,
যেখানে আর খুঁজতে হয় না প্রেমের কবর,
সেই অজানায় থাকব, অচেনায় থাকব
যেখানে ভালো থাকা যায়, ভালোবেসেও ভালো থাকা যায়!