তোমার মায়াবী চোখ
লোকারণ্যের কোলাহলে ডুবে থাকলেও
আমার দিকেই চুপিচুপি পাঠায় এক গোপন সংকেত।
সেই চোখে আমি দেখেছি এক অদেখা সাহিত্য
অক্ষরহীন, অথচ গভীরতম ছন্দ
যার প্রতিটি দৃষ্টি এক অলিখিত কবিতার শিরোনাম।

আমি সেই সাহিত্যের পাঠক নই,
আমি কেবল তার প্রহরী
যে প্রতীক্ষা করে তোমার চোখের পাতায়
একটি মুহূর্তের ভাষা খুঁজে নিতে।

তুমি যদি হও অনন্ত উপন্যাস,
তবে আমি তোমার একটিমাত্র পৃষ্ঠা,
যেখানে ভালোবাসা লেখে নিঃশব্দ এক কবিতা।
সত্যি, তোমার চোখে আমি যে সাহিত্য দেখেছি,
সেখানে আমি কেবল এক নগণ্য কবি।