পাঁচ বান্ধবী, পাঁচটি রঙ,
তাদের নিয়ে বাজে ঢং!
নিতু লেখে কবিতার ছন্দ,
কলম ছুঁলে জেগে উঠে সন্ধ।
রিতু সাজে স্টাইলে ফ্যাশনে,
আয়নার সামনে যেনো সে রাজপ্রাসাদে।
চোখে কাজল, ঠোঁটে হাসি,
দেখলে সবার মনও ভাসি।
মিতু ভালোবাসে গল্প শোনাতে,
রূপকথা আর রহস্য পাতাতে।
তন্ময় হয়ে শুনে সবাই,
তার কথায় সময় থম থমাই।
মেরি হাসায় প্রাণখুলে হেসে,
তার কথায় মন খুশি বেশে।
দুঃখ এলেও কাঁদে না আর,
মেরির হাসি এনে দেয় পার।
ইতু একটু চুপচাপ মেয়ে,
চোখে তার স্বপ্ন ভেসে বেড়ে।
নীরবতাতেও অনেক বলা,
তার ভেতরে গোপন ধারা জ্বলা।
বন্ধুত্বে গাঁথা এ গল্প-ছবি,
নিতু-রিতু-মিতু-মেরি-ইতুর রঙে রঙিন সবই।
ভালোবাসায় বাঁধা বন্ধনের মালা,
তাদের বন্ধুত্ব অটুট নিরালা।