ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় জীবন ও সমাজ কে সঠিক ভাবে না জানলে ভালো লেখা হয় না । বা ভালো কিছু লেখা যায় না । তাই জীবন বা সমাজকে জানতে গেলে আগে প্রয়োজন খুব ভালো পাঠক হওয়া । বই পড়ে জ্ঞান অর্জন করা । না জেনে না পড়ে কখনও লেখক বা কবি হওয়া যায় না। আমি আমার কথা তখনই কারও কে বোঝাতে পারব যখন সেই বিষয়টায় আমার ভীষণ দখল থাকবে। তাই আমি এটা মনে প্রানে বিশ্বাস করি কবি বা লেখক হওয়ার আগে খুব মনযোগী এক জন পাঠক হওয়া প্রয়োজন। হাতের সামনে খারাপ ভালো যা থাক পড়ে ফেলতে  হবে।
কথায় বলে পাঠক তিন ধরনের হয় -
০১. জানার জন্য পড়ে
০২. পড়ার জন্য পড়ে
০৩. দেখানোর জন্য পড়ে
তবে হ্যাঁ বিচারটা করে নিতে হবে আমি কীসের জন্য পড়বও ? ১,২ না ৩ ?