বাংলা সাহিত্যের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়। বাংলা সাহিত্য। সময়ের সাথে সাথে ভেঙেছে আবার নতুন করে গড়েছে। তবে কোনও ভাবেই পিছিয়ে পড়েনি। এই কথা গুলো বলার কারন বেশ কয়েক বছর ধরে শুনছি।এখন আর কেউ তেমন ভাবে বাংলা বলে না । বাংলা ভাষার সংকরায়ন ঘটেছে। আগামী ৫০ বছরের মধ্যে বাংলা ভাষার মৃত্যু অনিবার্য। তাদের কাছে আমার একটাই প্রশ্ন , আছা  বাংলা ভাষা কি নিপাট বাংলা ? কারন বাংলা ভাষার জন্মই তো অপভ্রংশ ও সংকরায়নের মাধ্যমে। সেই দশম শতাব্দী থেকে মোটামুটি বাংলা ভাষার উৎপত্তি কাল ধরলে ( সুত্রঃ চর্যাচর্য বিনিশ্চয় ) আজ অবধি বাংলা ভাষা ভেঙেছে ও কালের নিয়মে নতুন নতুন শব্দ আমদানি করেছে এবং নিজেকে সমৃদ্ধ করেছে । লুই পা, ডমরু পা , কুকুরী পা এর হাত ধরে আসতে আসতে সৈয়দ আলাওল, কৃত্তিবাস ওঝা, রামরাম বসু, উইলিয়াম কেরি , মৃত্যুনজয় ন্যায়তীর্থ, হরপ্রসাদ রায় , ঈশরচন্দ্র, মাইকেল, ঈশরগুপ্ত, ভারত চন্দ্র , থেকে আজ অবধি  যত লেখক কুল আছে তারাই তো যুগে যুগে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে ও করে যাবে ।।