আজকের মেনু । পর্যায় ও সারণী
এটা তাদের যারা আসতে পারোনি ।
প্রথমেই আম পোড়া সরবত, পানে।  
তারপর পরিচয়, কবিতা ও গানে ।


জমিয়ে আড্ডা, গল্প ও বাওয়ালি
ঠুমরী, টপ্পা গান অথবা কাওয়ালী।
তারপর একে একে ভালো খাওয়া দাওয়া
সাথে রাখা আছে কিছু উত্তরে হাওয়া ।


মুগডাল মাথা দিয়ে সাথে ভাঁজা পাঁচ ভাগ
বাঁশপাতা মাছ আছে, আছে ভাঁজা পাট শাক।
ইলিশ চিংড়ি আছে, আছে পটলের দোর
শুঁটকি, বরলি আছে আছে রকমারি থোর।


শেষ পাতে টক আছে, আছে মিষ্টি ও দই
গাল ভরা পান আছে এবং জসুরে কই ।
খাওয়া দাওয়া শেষ করে অলস দুপুর
ভেসে আসা গান আছে, আছে কতশত সুর ।


তারপর একে একে ঘর হলও ফাঁকা
রয়ে গেল স্মৃতি টুকু জলছবি আঁকা ।
যারা যারা আসলে না রাগ হলও ভারি
এক্কাদোক্কা চালে আজ থেকে আড়ি ।


বিঃদ্রঃ   এই কবিতাটি আমার এই পাতার ১৫০ তম কবিতা । তাই সবার জন্য এই মেনুটি ।