বারান্দাতে বৃষ্টি এলো
বৃষ্টি এলো মনে
হয় তো কোথাও কাঁদছে বা কেউ
ভীষণ সঙ্গপণে।


হয় তো কোথাও বৃষ্টি আছে
ভীষণ প্রেমের সাথে
কাছে আসার চেষ্টা থাকে
নানান অজুহাতে ।


বৃষ্টি এলো রাতবিরেতে
প্রেম পেয়েছে ভারী
উষ্ণতা আর আলিঙ্গনে
প্রেমিক গিরিধারী ।


বৃষ্টি যে আজ অবুঝ বড়ো
মেঘলা হাওয়ায় ভাসে
ধরার চেষ্টা বৃথাই করা
পালায় অবকাশে।


বৃষ্টি যে খুব মজার জিনিস
ভিজলে বোঝা যায়
ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি আছে
ঘুমের বিছানায় ।


বৃষ্টি ভীষণ চঞ্চলতায়
ছোঁয়ায় মিষ্টি হাসে
বৃষ্টি বুঝি নানান ছলে
আদর ভালোবাসে।।


বিঃদ্র ঃ গতকাল সারারাত জেগে বেশ বৃষ্টি উপভোগ করলাম। তার পর রাত শেষে বৃষ্টি ভিজে লিখলাম বৃষ্টিকে নিয়ে কিছু টুকরো টুকরো  অনুভূতির কোলাজ । এবং এই কবিতাটি বরষা বিভাগে দিলাম । জানিনা এটা কতটা কবিতা র কতটা অনুভূতির টুকরো কোলাজ ।।


"বরষার আয়োজন"