লেখা হয়ে আছে কতকাল আগে কখনও দেখেনি তাই
বিস্মৃত  সব স্মৃতির আঁকড়ে লিখে রাখা কবিতাই ।
হাজার বছর আগেকার কথা । মনে নেই বুঝি আর
ইতিহাস থেকে চিৎকার করে জুড়ে দেয় হাহাকার।
কখনও সিজিয়া কখনও তুতেন বিস্মৃত কোনও কবি
মুখোমুখি আজ আমার সামনে তুলে ধরা জলছবি ।
জলছবি আমি আগেও দেখেছি এমনটা ঠিক নয়
ইতিহাস আজ মুখোমুখি বসে নেই কোনও অভিনয়।


কবিতা আমি আগেও লিখেছি এখন লিখিনা তাই
চেনা জানা সেই পটভূমিকায় আবার ফিরতে চাই ।
সেই চেনা পথ হারিয়ে ফেলেছি কতকাল আগে দেখা
এই জীবনের একটাই মানে তুমি আর আমি একা ।