প্রতিদিন চোখ স্বজল হচ্ছে ,তবুও দেখছি আমি
কত সৌরভ অকালে ঝরেছে, কত প্রান গেছে দামী।
কত বরুণের মশাল নিভেছে, ভীষণ অস্তরাগে
এখন মরছে আগেও মরবে যেমন মরেছে আগে।
প্রতিবাদ হয়, আগেও হয়েছে, মিছিলে মিশেছে পথ
মোমবাতি হাতে মৌন মিছিলে প্রতিবাদী সহমত।
প্রতিবাদ আসে খবরে খবরে বিদ্দজনের ভিড়ে
প্রতিদিনকার নতুন খবরে মুছে যায় ধিরে ধিরে –
প্রতিদিন মরে আগেও মরেছে যেমন বলেছি আগে
ঘুমানো কলম হুঙ্কার দেয় মাঝে মাঝে পুরভাগে ।
ভুলে যায় সবই, আগেও ভুলেছি, মনে রেখে লাভ নেই
জীবনের খাঁতে, সময় খরচে , সময় ধমকে নেই ।
আমি বেঁছে আছি, এটাই অনেক, ঝোড়ও হাওয়া আসেপাশে
মৌন মিছিল থমকে গিয়েছে নেই কিছু সিলেবাসে।