প্রেয়সী আমার ভীষণ খেয়ালী, ভাবুক ভাবুক মন
খেয়াল খুশির পানসি ভাসায় ভীষণ সঙ্গপণ।
মিশে যেতে যায় খেয়ালী হাওয়ায়,বৃষ্টি ভেজায় চুল
হাওয়ায় ভাসে মুখের আদল ঝুমকো কানের দুল।


প্রেয়সী আমার মেঘলা আকাশ,কয়েকটা গাওয়া গান
ভালোবাসা আর আবদারে তার কপট অভিমান ।
ডায়েরি ছেঁড়া কয়েকটা লেখা, দরাজ গলায় সুর
চল না প্রেয়সী আঁচল উড়িয়ে যাই ভেসে বহুদূর।


প্রেয়সী আমার আধো আবদার, ফোনের ওপারে থাকে
কখনও জটিল কখনও সরল, ভালো লাগে তাই তাকে ।
কখনও সুনীল কখনও সুবোধ, শ্রীজাত আসে যে ফিরে
আবেগ আবেশে জড়ানো কবিতা ডানা মেলে ধিরে ধিরে ।


প্রেয়সী আমার ভীষণ পাগলী, আদর প্রিয়সি খুব
আসমানি রং শাড়ির আঁচলে,ভালো লাগে তার রুপ।
বড় ভালোবেসে প্রেয়সীকে আমি, বৃষ্টি দিয়েছি নাম
দরাজ গলায় বড় ভালো লাগে " বহুমনরথী সখী হাম "