তিতিয়ার কাছে লেখা রাখা আছে
কিছুটা রেখেছে ত্রয়ী
প্রেমের কবিতা তোমায় লিখেছি
তুমি সেই মৃন্ময়ী ।


দেখেছি তোমায় জানলার ধারে
ভীষণ দামাল নারী
চোখের পলকে আবেশ জড়ানো
বড় বেশী বাড়াবাড়ি।


ছুটে গেছি সেই চিলেকোঠা ঘরে
টাঙ্গানো রয়েছে ছাদ
কত স্বপ্নের জাল বুনে ছিল
লাল নীল আহ্লাদ ।


সেদিনও তোমায় যেমন দেখেছি
আজও দেখলাম বাসে।
এলোমেলো চুল হাওয়ায় ভাসছে
কত কথা অবকাশে ।


কত কথা হলও চোখের ভাষায়
সবটা বুঝেছে ত্রয়ী
প্রেমের কবিতা আবার লিখব
একী আছো মৃন্ময়ী।।