শব্দের আকাল মাঝে মাঝে কবিদেরও হয়
ভাবনায় আসে যতি চিহ্ন। লেখায় পরে চেদ
কবিদেরও বুক ফেটে কান্না আসে,আসে জল,
আসে জীবনের নানা ওঠাপড়া এবং বিচ্ছেদ।


কবিদেরও ঘরে থাকে স্যাঁতস্যাঁতে দেওয়াল
জানলায় ভেজা কাক, থাকে কিছু মেঘ বৃষ্টি রোদ
সংসারের নিত্যনৈমিত্তিক ঝামেলা মাঝেও
থাকে নিজের একটা জগৎ,আর অনন্যসাধারণ বোধ।


কবিরাও দরদাম করে বাজার করতে পারে
গুনগুন করে গাইতে পারে রবি বাউলের গান।
কবিরা একটু আলাদা, তাই মুহূর্ত ধরে রাখে কলমে
তবুও কবিদের মনে জমে ক্ষোভ, আসে অভিমান ।।



বিঃদ্রঃ আমার সব পরম প্রিয় বন্ধু, কবি, তাদের পরিবার এবং এডমিনকে শুভ ও আনন্দের ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন। সবাই খুব আনন্দ করুন, ভালো থাকুন,ভালো রাখুন ও সুস্থ থাকুন।
**** ঈদ মুবারক*****