জানলা জুড়ে বৃষ্টি এলো, টেবিলটাতে চায়ের কাপ
ঘরের ভেতর স্যাঁতস্যাঁতে ভাব,বাইরে তখন নিম্নচাপ।
বারান্দাতে দাঁড়িয়ে আছি, কখন আসবে আবার ঝড়
এখন বোধ হয় কলেজ গেছ, বলবো কথা আসার পর।
উল্টে পাল্টে বইয়ের পাতা, দেওয়াল জুড়ে কালচে ঝুল
এবার পুজোয় বরাদ্দ স্রেফ, গড়িয়াহাটের কানের দুল।
দেখতে দেখতে বিকেল হল, ঘড়ির কাঁটায় চারটে পাঁচ
মনের ভেতর প্রেমের জোয়ার, হাতের ফাঁকে চায়ের আঁচ।



@সৌভনিক চক্রবর্তী
শিলিগুড়ি
২০.০৮.১৪