প্রতিটা রাত ধরে কবি দেখে
একটা মেঘমুক্ত আকাশ।নিওন আলোর
নীচে একঝাক শব্দের কবিতা কবিতা খেলা।
নিষিদ্ধ প্রেমের কবি দেখে, একটা আকাশ কিভাবে
কবিতার আসরে শামিয়ানা হয়।


কখনও কখনও কয়েকটা ছুটে আসা শব্দ
জানলায় এসে নালিশ জানিয়ে যায়।
অহেতুক এসে বলে – এবার আমরা দমবন্ধ
হয়ে মরছি। আমাদের মুক্তি দাও ?

কবি, চোখ চুইয়ে আসা ঘুমের অপেক্ষায় -
ক্লান্ত – অবসন্ন  দেহে, প্রহর গোনে
“ আয় ঘুম আয় ঘুম দত্তপাড়া দিয়ে
আমার চোখে আয় না তোরা একটা
স্বপ্ন নিয়ে ?”
না হলে কবিতার প্রতিটা ছত্রে ছত্রে জারি
হবে মৃত্যুর পরোয়ানা।।  
কবির মৃত্যুর পরোয়ানা ।।