এর পরেও যদি বলি বেঁচে আছি !
সে আলোচনা বা পর্যালোচনা নিয়ে বিস্তর জল্পনা বাকি ।
প্রতিদিন আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছি।
রক্ত ক্ষরণ হচ্ছে মাথার শিরায় উপশিরায় ।
একটা চির শান্ত নিগ্ধ নিদ্রার অপেক্ষায়
একটা রাতকে মনে হয় অনন্ত অসীম।
আজ আর সে অমীমাংসিত আলোচনায় নয়
একটা ক্লান্তিকর জীবনের খাতায় মকশো করা যাক ।
একটু ডানদিকে চেপে অন্ধকারটা আরও একটু জমাট বাঁধতে
দেওয়া যাক। তারপর নয় একটা দিবারাত্রের কাব্য লেখা যাবে।
নাম ভুমিকায় একটা ভগ্নপ্রায় কবির নাম লেখা হবে ।