বলেছিলে, কথা রেখে তবে আমি, দেখিস...।
বলেছিলে এক বসন্তে রাঙ্গাবউ আসবে ,
বলবে ... একটু চা করতো দেখি, কেমন পারিস !
একটা নীল সাদা চেক জামা দেখে বলেছিলে ...
আসছে বার পুজোয় একটা এমন কিনে দিবি ?


সব কথা তেমনি রয়ে গেল ... কথার কথায়
রয়ে গেল সুখ – স্নেহপদ বাকি ...। সে বসন্তও এলো না ঘরে।
ভরা শীতের কোনও এক দুপরে এলো ফুলে ঢাকা নিথর দেহ ।