তাজা লাল রক্তে ভেজা হালকা ঘিয়ে রঙের ফ্লোর
কার্তুজ ভেজা বারুদের গন্ধে রক্তের হোলি
ফাতেমা – দিলসান – মুস্কানরা সব ঘুমিয়ে আছে
হাবিবুর স্যারের হাতের লাঠিটায় থকথকে মাংসের দলা।
বেঞ্চের পাশে গভীর নীরবতায় মানবিকতার কফিন
দশ মিনিট আগের চঞ্চলতায় এখন অস্থির পৈশাচিক কফন।


মৃতের শহরে শুয়ে রয়েছি  একা  
এখন অপেক্ষা মৃত্যু প্রহর গোনা
শমন জানানও চিঠি এক কোণায় –
তাই,শেষ স্বীকারোক্তি অথবা বর্ণনা।।
                      - উসমান