মুখোমুখি; শব্দ নৈশব্দের আদালতে
অন্তর সত্ত্বা ও কবি সত্ত্বার এক প্রচ্ছন্ন আস্তরণে।
সাওাল জবাবের তির্যক ফলায়
ক্ষত বিক্ষত হচ্ছে ক্রমাগত।
বিদ্ধস্ত – অবসন্ন একটা প্রান অথবা দুটি প্রান
শব্দকোষের উত্তরীয় গায়ে
তথাকথিত মহুরি !
বারবার ছুটে আসছে একটা প্রশ্ন
আমি কে ?