না হয় বরং তাচ্ছিলে, অবহেলায় অসম্মানে
কেমন আছো ?
শীত বসন্ত শিমূল ওমে,তেঁতুল টকে আলুর মাখায়
কেমন আছো ?
নীল চুড়িদার ছোট্ট টিপে – মুচকি হাসি ট্রেনের ভিড়ে
কেমন আছো ?
সকালবেলার ঘুমের ঘোরে, স্বপ্ন বোনা দুচোখ নিয়েই
কেমন আছো ?
লেকের ধারে উষ্ণতাতে; রাতবিরাতের মোবাইল ফোনে;
জাপটে ধরা কোলবালিশে
কেমন আছো ?
লেফট পালশির অলীক সুখে – চরমতম অভদ্রতায়
অবজ্ঞা আর অসম্মানে
তবুও তোমায় বলছি আবার
কেমন আছো ??