আর তোমাকে হারানোর ভয় নেই মৃন্ময়ী। ভালো থেকো।
স্বপ্ন যতই সুন্দর হোক, তা স্বপ্নই, ভুলে গেছি। মনে রেখো।  
আর কখনও চিঠি দেবো না। দূরে চলে যাবো আস্তে আস্তে
এইটুকু কথাই নয় মনে থাক, আর যাই হোক, ভালবাসতে।
আর কখনও কবিতা লিখবো না। অভিযোগ পাবে না- এটা তোমায় নয় –
এতদিন তোমাকে হারানোর ভয় ছিল, এখন তোমাকে ভোলার সময়।
বলেছিলে – আমায় ভালবেসো না, তুমি কষ্ট পাবে দেখ কবিমন
আজ সত্যি চোখ ছলকে জল এলো। কাঁদলাম অনেক ক্ষণ ।
বলেছিলে – কেন ভালোবাসো? আমি সমুদ্র। তুমি পাহাড়ের কাছে থাকও
আমি বৃষ্টিকে ভালোবাসি, তুমি ঝড়কে দুহাতে মাখও
সেদিনও কোন উত্তর ছিল না। আজও কোন উত্তর নেই। ভালো থেকো
আমি চলে যাচ্ছি দূরে মৃন্ময়ী। শুধু আমার কবিতায় মনে রেখো।।



মৃন্ময়ী সিরিজের একদম শেষ কবিতা।