স্বপ্ন উজানে যাপন চিত্র ছিল একযুগ ধরে।
আমি স্বপ্ন দেখেছি! আমি স্বপ্ন দেখছি! ।
নোঙ্গর বাঁধলও শেষে –
কতকাল – কতযুগ অপেক্ষা ছিল
হাত – মুখ – চোখ - গায়ে মেখেনি
স্বপ্নের ধুলো কাদা মাটি বালি
প্রতিস্পর্শে শিহরন । মুগ্ধতা আগে ধ্রুপদী চুম্বন
ছেঁড়া স্পন্দন জোড়া লাগে। অনুভবে শিকড়ের টান
আমি মিশে যেতে চাই। ঢলে আশা জীবনটা বাজি।