অস্পষ্ট গোঙানির শব্দ
ফুটে উঠছে আদ্যপান্ত
কিছু বলার ছিল কিছু বলার নেই
মরা কাঠ , হাত শক্ত , চুপ করে বসে চেয়ারে
পাঞ্জাবীতে তোমায় বেশ লাগে ! মুচকি হাসিতেই
কথা শেষ!
নব্যতা আসতে আসতে ভরাট হয়ে আসছে
সম্পাদক প্রসন্ন, কবি প্রসন্ন, সভাসদ প্রসন্ন,
অবান্তর প্রশ্নে সীমাবদ্ধ, সত্ত্বা হারানো কয়েক মুহূর্তে
চেয়ারটা আসতে আসতে আঁকড়ে ধরছে,
পেছন থেকে ধ্রুব – শরীরটা কি খারাপ লাগছে ?
সত্ত্বার রক্তক্ষরণ, ঊরুভঙ্গ স্বপ্ন –
পাতলা সন্ধ্যের মখমলে আলোয়
শেষ থেকে নিস্তব্ধতার আলপিন গাঁথি
চেয়ারটা আসতে আসতে আঁকড়ে ধরছে