যাপনচিত্রে দূরত্ব অনেক, একপাশে তুমি একপাশে আমি
মাঝে অদৃশ্য কাঁচের দেওয়াল, হয় তো অ্যানটিক অথবা দামী ।


দূরত্ব ক্ষয়ে যাওয়া সময়ে, কাছে আছি, তবু দূরত্ব মাইল মিটারে
আমার তিন তক্তার দুনিয়ায়, আসে গান, বাঁধে ভাঙা গিটারে ।


থাক সে সব কথা, এটা ব্যক্তিগত, কে না যানে দেওয়ালেরও আছে কান !
এক ফ্লাটের দুনিয়ায় এ ঘর আমার ভারত, ও ঘর, তোমার পাকিস্থান ।।