আসলে প্রতিটা হাসির একটা রূপরেখা টেনে দেখি
ঠিক কতটা তোমার মত প্রাঞ্জল !
প্রতিরাতের কথোপকথনে বুঝে নেওয়ার চেষ্টা করি
ঠিক কতটা চিনলাম তোমায় ?
শেষে যতবার বুঝে নেওয়ার বা চিনে নেওয়ার চেষ্টা করি
ততটাই অচেনা হয়ে ওঠো সাবলীল ভাবে !!
বলতে দ্বিধা নেই; প্রতিরাতে ভালোবেসে ফেলি !
এটা সে অর্থে – ঠিক তেমন ভালোবাসা নয়!
বন্ধুত্বের মোটা চাদর জড়িয়ে ঘুমতে যাই
ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে !
আসলে শুভ্রাঞ্জলিরা এমনি হয় ! প্রাণবন্ত!!