“বেহিসেবি জীবন যাপন থেকে উঠে আসা
কিছু মুহূর্তের কোলাজের নামই কবিতা।
কিছু স্মৃতি – কিছু কল্পনা – কিছু বাস্তব
মিলেমিশেই জন্ম নেয় খাতায় কলমে কবিতা।
আর যারা কবিতা লেখে তারা হয় প্রেমিক নয় বিদ্রোহী”
কথা প্রসঙ্গে তোমার মুখে এই কথাটা শুনেছিলাম – প্রিয় মেঘ।
স্তব্ধতার আড়ালে আরও বেশী স্তব্ধ হয়ে পড়েছিলাম
কবিতার সংজ্ঞা; এত সহজ সরল সাবলীল !
হাতদুটো ধরে বলেছিলে – ঝড় যতটা তীব্র হলে
শুকনো পাতা উড়ে আসে কার্নিশে কার্নিশে
মেঠো আলপথে মাখা থাকে চাষির পায়ের দাগ
ঝড় ছুঁয়ে যায় ঝড় ধুয়ে যায়
ঠিক ততটাই ছুঁয়ে যায় তোমার কবিতা। প্রিয় রোদ
আর আমার কাছে তুমি বিদ্রোহী নও। বড় বেশী প্রেমিক !!
প্রিয় রোদ।