কে না জানে???
মানুষটা তো এমন তরোই!
সবার থেকে একটু তফাৎ। অন্যরকম।
মেজাজটা ঠিক মেঘের মত।
কখন হাসে কখন হাসায়
কখন কাঁদে কখন কাঁদায়।
কখন আবার ভালোবাসে। দুঃখ কষ্ট
সব বুঝে ন্যায় নিজের মত ব্যাক্তিগত।
মানুষটা তাই ভীষন আপন
কোথাও যেন অন্যরকম
ঝড়ের মত, নদীর মত।
কখন ভাটা কখন যে স্রোত
কখন কবি কখন কাঙাল
কখন প্রেমিক কখন দামাল
কখন আবার অভীমানী, খেয়াল খুশির নৌকো -
ভাসায়
স্রোতের থেকে উলটো দিকে
মানুষটা তাই ভীষন আপন
আমার কাছে মেঘলা আকাশ
বৃষ্টি রেনু ঝড়ের সাথে
রোদের মতই কঠিন পুরুষ
তারার মত স্বচ্ছতা প্রেম
মানুষটা তো এমন তরোই
আদিম বনজ,সবুজ সতেজ
নাম না জানা ফুলের মতই।