চোখের জলের মূল্য অনেক কেন যে তুই বুঝিস না
দগ্ধ স্মৃতির অন্ধকারে দুঃখকে আর খুঁজিস না।


ভাঙতে ভাঙতে পাথর ভাঙে,যেমন ভাঙছে তোমার মন
তোমার ভাঙায় ভাঙছে কোথাও, হয় তো তোমার আপনজন।


দগ্ধ স্মৃতির অন্ধকারে ভস্ম ছাড়া কিছুই নেই
থমকে যাওয়া ঘড়ির কাঁটায় দাড়িয়ে থাকবে সেখানেই।


এগিয়ে আসো,আবার হাসো,হিসাবটুকু নাও বুঝে
খেয়াল খুশির পানসি ভেলায় নাও দেখি সেই সুখ খুঁজে!!


আসলে যা চাইছো তুমি, ঠিক সেভাবে খুঁজছো না
আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে আছে,তবুও তুমি বুঝছো না।