যদি আমার একটা ছাদ থাকতো তোমার মত !
ছাদ না হলেও নিদেনপক্ষে ছোট্ট একটা চিলেকোঠা
নিজের মতই একলা সময়- সাজিয়ে গুছিয়ে নিজের মত
সিঁড়ির ভাঁজে গল্প লিখে উপর দিকে লাফিরে ওঠা –
যদি আমারও একটা ছাদ থাকতো !
শেওলা ভেজা – শিশির জমা – রোদ পোড়ানও
ফুল বাহারি সাজিয়ে গুছিয়ে ছাদের কোণে
মাদুর পেতে আকাশ গুনে,তারার সঙ্গে গল্প করে
রঙ বাহারে কল্কা আঁকা বাতাস জুড়ে আমার মনে –
যদি আমার একটা ছাদ থাকতো !
আমিও কেমন রাজার মত ছাদ জুড়ে এক সাম্রাজ্য
সৈন্য বর্গা মন্ত্রী আমলা ছাদের দেওয়াল –
বিচার হত, সাজাও দিতাম বেত্রাঘাতে শাসন হত
যা মনে চায় যখন যেমন মনের খেয়াল
যদি আমার একটা ছাদ থাকতো !
উপর থেকেই ভাসিয়ে দিতাম মেঘের পালক
একলা একলা দৌড়ে যেতাম – ভেসেই যেতাম নেচেই যেতাম
মনের মত স্বপ্ন জগৎ বানিয়ে নিতাম
যদি তোমার মত আমিও একটা ছাদ পেতাম
ছাদ না হলেও নিদেন পক্ষে চিলেকোঠা ।