তিতাস বোধহয় অন্য গাঁয়ে থাকে
যেমন থাকে নদীর পাশে ঘর
হালকা চালে প্রেম জমে যায় ভারী
প্রশ্ন আসে, কি হবে তারপর ?


শিমূল যখন জ্যোৎস্না মাখে চুলে
গাছের পাতায় জোনাকি দেয় আলো
তিতাস তখন গাইছে বেহাগ সুরে
মনের ভেতর তৃষ্ণা আগুন জ্বালো !


আমার চোখে তুমি তো নও নীল,
আমি তো নয় নীরা তোমার কাছে
নীরব প্রেমের আমরা গল্প লিখি
যা লুকানো, আছে সবার কাছে ।।