জলে ঝাঁপিয়ে পড়তেই ভেসে উঠল –
হলুদ পারের লাল শাড়ীর টুকরো
ব্লাউজের ছেঁড়া হাতা -  হাতের কঙ্কণ – নাকের নথ
হাড় – পাঁজর এবং নিতম্বের কিছু অংশ।


আরও কিছুটা গভীরে যেতেই - বুদবুদ করে ভেসে উঠলো
রক্তের মত গাঢ় লাল রং।
একটা ডুব দিতেই নাকে ভেসে আসলো
শরীর চেনা পচা ফুল বেলপাতার গন্ধ।


একটা মাটির শরীর মাটিতে মিশের যাওয়ার আগে
যেভাবে ঘটা করে বিসর্জন হয়, অথবা
রাতের অন্ধকার, দিনের আলোর মত উজ্জল হয়ে থাকে
গ্যাস লাইটের আলোয়।


সেভাবেই বিসর্জন হয় ।
প্রতিদিন বিসর্জন হয় নাম না জানা কত উমার
সমাজ নামক পবিত্র গঙ্গা ছিঁড়ে খায় এক একটা শরীর।


বিঃদ্রঃ- আমার সব বন্ধু এবং কবি বন্ধুদের জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা।