পারও যদি ভুলে যেও।প্রিয় নদী ফুল ঘাস লতাপাতা
ভুলে যেও মেঠোপথ, আত্রেয়ী সকালের কুয়াশায়
আবার হারিয়ে গেছি। যেমন হারিয়ে গিয়ে পথ ভুলে
জলছাপ, ফিরে যাওয়া দেখে ঠিক যেভাবে সবাইকে চেনা যায় -


সেভাবেই ভুলে যেও। ও পথে আমি আর ফিরব না।
ফিরব না কোনদিন। আগেকার স্মৃতি নিয়ে কোনদিনই -
সে ফুলে রং আর দেখব না, সতেরো বছর ধরে
আর আমি বলব না, এই শোন, তোমাকে তো আমি ভাই খুব চিনি


বলব না। তাই ভুলে যেও। সবকিছু ভুলে যেও । কোনদিনই আমি আর ফিরব না।