সব নেওয়া যায়, সে যদি আজ অন্য রকম উপেক্ষা দেয়।
অন্যরকম স্বপ্ন দেখে, সুখ খুঁজে পায় তফাৎ রেখে
উপেক্ষা তাই শব্দবিহীন, গহিন রাতে আমিও না হয়,
আমিও না হয় হারিয়ে যাবো স্পর্ধা মেখে...


আপোষ করার শর্ত যে নেই। শর্ত যে নেই ভালোবাসার।
সব গোপনে আমারই থাক। সব ব্যাথা হোক আমার মত
পেছন দিকেই হাঁটতে হাঁটতে, ভেতর ভেতর ভাঙবও নাহয়
লুকিয়ে রাখব রক্তক্ষরণ, লুকিয়ে রাখবো গভীর ক্ষত।


তোমার তাতে কি এসে যায়, কথার মাঝে দুরত্ব থাক
যা ছিল তা আমার একার, যা যাবে তা আমারই যাক।