একটু নাহয় নিঃশব্দ হয়েই থাকি
অনেক শব্দ অনেক কথার মাঝে
নীরবতার ভাষা বুঝি ।


যেমন করে অনন্ত মধ্যরাতে
আছড়ে পড়েছিল আকাশ
বৃষ্টি ঝরেছিল এ বুকে
আমি স্তব্ধ হয়ে তোর সোঁদা গন্ধে
নিজেকে সমর্পণ করেছিলাম নিঃশব্দে।