বিষণ্ণতা নাহয় থাক, আমার কবিতার পাতায়
প্রতি দিনের মতো রাত্রি শেষে,
ভোর হোক পাখির কলরবে,
আলো এসে বলে যাক- আমি এসে গেছি,
কান পাত নতুন ঘাসের বুকে রেখে যাক তার ঠিকানা।
সবুজের সাথে খেলে যাক সকালের স্নিগ্ধ হাওয়া,
তুমি আবার হেঁটে যাও,
আলতা পায়ে শিশির ভেজা পথ ধরে।
যেখানে পূর্ণ হোক সকল চাওয়া পাওয়া।
আমি দেখি একই ভাবে...
নীলাম্বরে সাদা মেঘের আনাগনা,
আমি এতেই খুশি, কারন দুঃখ আমার নয়।
আমার কবিতার পাতা জুড়ে,বিষণ্ণতাই থাক নাহয় !