আকাশ বেয়ে চুঁইয়ে নামে রাত
জানালা দ্যাখে সময়ের ধারাপাত I
আমার হাতে ঠ্যাকে তোমার হাত
মনের ভুলে নিছক সমপাত।


আগে তো দেখিনি ভোর হওয়া কাকে বলে?
শুনেও শুনিনি পাখিদের কলতান।
ঘুমিয়ে অথবা তাড়াহুড়োর সকালে
আসলে বাঁচেনি আদমের সন্তান।