আজ তোকে নিয়ে যাব বজ্রপাতের দেশে
একটা দেশলাই বাক্স সঙ্গে নিস
ভেসে গেলে নৌকা বানাবো দুজনে
চল তৈরি হ, সুবর্ণরেখা ডাকছে শোন
প্রত্যেকটা মানুষ একটা সুপ্ত আগ্নেয়গিরি
শুধু অভিমানী লাভারা জমে থাকে পাঁজরে
এই বারো বাই দশের কোলাহল ছেড়ে
নাগরিক তুই পথ দেখাবি আমাকে
আমাদের ইশারাতে নাহয় সূর্য্য উঠলো একদিন
আকাশের গায়ে আকাশ সেলাই করে
ছড়িয়ে দেব তারাদের মধুবনী শিল্পকাজ
আমাদের দেশে কালবৈশাখী বিক্রী হচ্ছে আজ
আমার ভেতরের আমিটা কেঁদে চলেছে ক্রমাগত
কদম্ব কাননে রাখালিয়া হারিয়ে ফেলেছে বাঁশি
ক ফোঁটা চোখের জলে বলিস, "ভালোবাসি" !
ভালোবাসাবাসির দেশেও পাড়ি দিতে পারি
পকেটে গোধুলি, অস্তরাগে
কাগজের নৌকো ভাসাবি নাকি
ঠোঁটের ফাঁকে, ফাল্গুনী ফাগে?
টুকরো আকাশে জমাচ্ছি মেঘ
জন্মদিনে বৃষ্টি দেবো
সাইবার ঝড়ের খড়কুটো তুই
ফিরলে পরে জ্যোত্স্না হবো l